শ্লোক ৪৬
সঞ্জয় উবাচ
এবমুক্তার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ।
বিসৃজ্য সশরং চাপং শোকসংবিগ্নমানসঃ ।। ৪৬ ।।
সঞ্জয়ঃ উবাচ- সঞ্জয় বললেন; এবম- এভাবে; উক্তা- বলে; অর্জুনঃ- অর্জুন; সংখ্যে- যুদ্ধক্ষেত্রে; রথোপস্থে- রথের উপর; উপাবিশৎ- উপবেশন করলেন; বিসৃজ্য- ত্যাগ করে; সশরম- শরযুক্ত; চাপম- ধনুক; শোক- শোক দ্বারা; সংবিগ্ন- অভিভূত; মানসঃ- চিত্তে।
গীতার গান
একথা বলিয়া পার্থ নিশ্চল বসিল।
রথোপস্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যজিল।।
শোকেতে উদ্বিগ্নমনা অর্জুন সদয়।
বিষাদ-যোগে নাম এই গীতার বিষয়।।
অনুবাদঃ সঞ্জয় বললেন- রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন।
তাৎপর্যঃ শত্রুসৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে, তাঁর গান্ডীব ধনু ও অক্ষয় তৃণ ফেলে দিয়ে, তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরণের কোমল হৃদয়বৃত্তি-সম্পন্ন মানুষই কেবল ভগবদ্ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন।
ভক্তিবেদান্ত কহে শ্রীগীতার গান।
শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ।।
ইতি- কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা-পর্যবেক্ষণ বিষয়ক ‘বিষাদ-যোগ’ নামক শ্রীমদ্ভগবদগীতার প্রথম অধ্যায়ের ভক্তিবেয়ান্ত তাৎপর্য সমাপ্ত।
বিষাদ-যোগ অধ্যায় সমাপ্ত
৯. পঞ্চম অধ্যায়ঃ কর্মসন্ন্যাস-যোগ
১২. অষ্টম অধ্যায়ঃ অক্ষরব্রক্ষ্ম-যোগ
১৫. একাদশ অধ্যায়ঃ বিশ্বরূপ-দর্শন-যোগ
১৭. ত্রয়োদশ অধ্যায়ঃ প্রকৃতি-পুরুষ-বিবেকযোগ
১৮. চতুর্দশ অধ্যায়ঃ গুণত্রয়-বিভাগ-যোগ
১৯. পঞ্চদশ অধ্যায়ঃ পুরুষত্তম-যোগ
২০. ষোড়শ অধ্যায়ঃ দৈবাসুর- সম্পদ-বিভাগযোগ
২১. সপ্তদশ অধ্যায়ঃ শ্রদ্ধাত্রয়-বিভাগ-যোগ
২৪. বর্তমান সংস্করণ সম্পর্কে টীকা
শ্রীমদ্ভগভদ গীতা সম্পর্কিত আপনার মন্তব্যঃ