১০ জানুয়ারী ১৯৮২

পরিকল্পনা মোতাবেক আমার লাইব্রেরীর বার্ষিক অধিবেশনের দিন ধার্য আছে প্রতিবছর ৩রা পৌষ অর্থাৎ আমার জন্মদিনে, আর অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়সমূহে বৃত্তিদানের দিন ধার্য আছে প্রতিবছর পৌষ মাসের রবিবার অর্থাৎ আমার জন্মমাসে। কিন্তু দানপত্র সম্পাদনপূর্বক কমিটি গঠনের পূর্বে ‘অধিবেশন’-এর প্রশ্ন আসেনি। বিগত ৫-১২-৮১ মোতাবেক ১৯শে অগ্রহায়ণ ১৩৮৮ তারিখে ‘ট্রাস্টনামা’ (দানপত্র) সম্পাদিত ও রেজিষ্ট্রীকৃত হলে পরিকল্পনা মোতাবেক বার্ষিক অধিবেশন বসার কথা ৩রা পৌষ ১৩৮৮ তারিখে। কিন্তু স্বাস্থ্যগত কারণে আমি উক্ত তারিখ রক্ষা করতে পারিনি। তাই অধিবেশন বসাতে হল বৃত্তিদানের নির্ধারিত তারিখে। অর্থাৎ পৌষমাসের শেষ রবিবার বনাম ১০-১৮২ তারিখে।

আজকের অধিবেশনটিকে বলা হচ্ছে বার্ষিক অধিবেশন। বস্তুত ইহা লাইব্রেরী পরিচালক কমিটি-এর প্রাথমিক অধিবেশনও বটে। পরিকল্পনা মোতাবেক পরিচালক কমিটির বর্তমান সদস্যসংখ্যা ১২ জন। তন্মধ্যে পদাধিকার বলে মাননীয় বাকেরগঞ্জ জেলা প্রশাসক সাহেব হচ্ছেন কমিটির স্থায়ী সভাপতি।

আজকের অধিবেশনে ভারপ্রাপ্ত বাকেরগঞ্জ জেলা প্রশাসক মাননীয় সিরাজুল ইসলাম সাহেব নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগদান করেন এবং তাঁর সহগামী হয়ে আসেন নিম্নলিখিত সুধীবৃন্দ –

(১) জনাব সিরাজউদ্দীন আহমেদ, পরিচালক, উপকূলীয় উন্নয়ন বোর্ড, বরিশাল (অতিথি)।

(২) জনাব মো. মতিউর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর, বরিশাল (অতিথি)।

(৩) জনাব মো. মোজাফফর হোসেন, পরিচালক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা (অতিথি)।

(৪) জনাব কাজী গোলাম কাদির, প্রাক্তন অধ্যাপক ব্রজমোহন কলেজ, বরিশাল (সদস্য)

(৫) জনাব মো. হানিফ, অধ্যক্ষ, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল (সদস্য)।

রেজিষ্ট্রীকৃত দলিল অনুসারে আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরীর পরিচালক কমিটির প্রথম সভা অদ্য ১০-১-৮২ তারিখ বেলা ১টায় লাইব্রেরী প্রাঙ্গণে কমিটির সভাপতি বাকেরগঞ্জের ভারপ্রাপ্ত জেলকা প্রশাসক জনাব মো. সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এবং পরিচালক কমিটির ১২ জন সদস্যের মধ্যে নিম্নস্বাক্ষরকারী ৯ জন সদস্য উপস্থিত হলে সভার কাজ শুরু করা হয়।

 

উপস্থিত সদস্য

(১) মো. সিরাজুল ইসলাম।

(২) কাজী গোলাম কাদির।

(৩) মো. হানিফ

(৪) ফজলুর রহমান।

(৫) মোশাররফ হোসেন মাতুব্বর।

(৬) মোসলেম উদ্দিন মাতুব্বর।

(৭) ডা. আব্দুল আলী সিকদার।

(৮) মো. গোলাম রছুল মোল্লা।

(৯) আরজ আলী মাতুব্বর।

সভার আরম্ভে ‘ট্রাস্টনামা’ নামীয় রেজিষ্ট্রীকৃত দানপত্র দলিলখানা মাননীয় সভাপতি ও সদস্যগণকে পড়িয়ে শোনানো হয় এবং নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

 

সিদ্ধান্তসমূহ

(১) সর্বসম্মতিক্রমে পরিচালক কমিটির নিম্নলিখিত সদস্যগণকে তাঁদের পাশের বর্ণিত পদে নির্বাচিত করা হয়।

(ক) অধ্যাপক কাজী গোলাম কাদির ⇒ সহ-সভাপতি।

(খ) জনাব মো. মোশাররফ হোসেন মাতুব্বর ⇒ কোষাধ্যক্ষ

(গ) জনাব আরজ আলী মাতুব্বর ⇒ সম্পাদক।

(২) সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সদস্যগণকে নিয়ে আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরীর ‘কার্যনির্বাহী কমিটি’ গঠিত হয়।

(ক) জনাব ইয়াছিন আলী সিকদার ⇒ সভাপতি।

(খ) জনাব আরজ আলী মাতুব্বর ⇒ সম্পাদক ও কোষাধ্যক্ষ।

(গ) জনাব মোসলেম উদ্দিন মাতুব্বর ⇒ সদস্য।

(ঘ) জনাব ডা. আ. আলী সিকদার ⇒ সদস্য।

(ঙ) জনাব গোলাম রছুল মোল্লা ⇒ সদস্য।

(৩) লাইব্রেরীর আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনান্তে অনুমোদিত হয়।

(৪) স্থানীয় সাপ্তাহিক পত্রিকাগুলি বিনামূল্যে লাইব্রেরীর নামে পাঠাবার ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ জানান হয়।

(৫) রেজিষ্ট্রীকৃত দলিলসমূহ ব্যবহারের সুবিধার জন্য ছাপানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

লাইব্রেরীর উন্নয়নের জন্য মাননীয় সভাপতি সাহেব ৩০০০.০০ টাকা আর্থিক দান ঘোষণায় উপস্থিত সকলে তাঁকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

সভায় উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ

(১) সিরাজউদ্দিন আহমেদ, পরিচালক, উপকূলীয় উন্নয়ন বোর্ড, বরিশাল।

(২) মো. মতিউর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর, বরিশাল।

(৩) মো. মোজাফফর হোসেন, পরিচালক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা।

(৪) আ. গনি আকন (সদস্য, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ)।

(৫) সফিউদ্দিন হাং (সদস্য, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ)।

(৬) মো. হোসেন (সদস্য, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ)।

(৭) আব্দুল মান্নান মৃধা।

(৮) মো. আব্দুল মজিদ হাং।

(৯) মো. রত্তন আলী খান।

(১০) মো. আ. রশীদ খান।

(১১) আ. ছাত্তার মিয়া।

(১২) আ. গফুর সিকদার।

(১৩) বন্দে আলী গোলদার।

(১৪) আক্কেল আলী হাওলাদার।

অধিবেশনের শেষপর্বে রে. ‘ট্রাস্টনামা’ দলিল মোতাবেক চারিটি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮১ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ২০ জন ছাত্র-ছাত্রীকে মং ৪০০.০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।

error: Content is protected !!