আমার ধারনা, বর্তমান বিশ্বে মানুষের তুলনায় মোবাইল ফোনের সংখ্যা বেশি। অর্থাৎ প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট নাম্বার তথা ফোন নাম্বার রয়েছে। অনেক সময় অনেক প্রয়োজনেই অপরিচিত নাম্বারের তথ্য জানা জরুরী হয়ে পড়ে। কিন্তু আমরা অন্য যে কোন ফোন নাম্বারের ইনফরমেশন সংগ্রহ করতে পারি না, কারণ সেসব তথ্য জনসাধারনের নিকট হতে লুকিয়ে রাখা হয়েছে। যদি যে যার ইচ্ছামত ইনফরমেশন সংগ্রহ করতে পারতো, তাহলে প্রতিটি দেশেই ক্রাইমের পরিমাণ একটু হলেও বৃদ্ধি পেত বলে মনে করি। যা হোক, এরপরেও লিনাক্সের সহায়তায় আমরা কিছু কৌশলের মাধ্যমে ফোন নাম্বার ব্যবহারকারী ব্যক্তি সম্বন্ধে অনেক ইনফরমেশন সংগ্রহ করতে পারি। বেশ কিছু টুলসের মধ্যে Phoneinfoga এবং Truecallerjs টুলসটি অধিক জনপ্রিয়। তাহলে শুরু করা যাক…
02 ⇒ Truecallerjs