একটি উন্মুক্ত পাঠাগার
পীড়িত মন
১৩-০৮-১৩৩৯
মরমে পীড়িত অতি হয় যেই জন,
কল্পনা করিতে সেই পারে কি কখন?
কোকিলের স্বর তার কাছে কিলিবিলি,
সুবুদ্ধি-কুবুদ্ধি তার এক হয় মিলি।