না বুঝের প্রশ্ন
[সত্যের সন্ধান]
অপ্রকাশিত
ভূমিকা ও ব্যাখ্যাবিহীন প্রশ্ন
সংকলন ১৬.১.১৩৫৮ – ২৯.৫.১৩৫৯ বাং
১. আধ্যাত্মিক
(১). আমি কে?
(২). প্রাণ কি?
(৩). প্রাণের সঙ্গে শরীরের ও মনের সম্বন্ধ কি?
(৪). মন ও প্রাণ কি এক?
(৫). আত্মা কিভাবে, কখন দেহে প্রবেশ করে?
(৬). বিভিন্ন জীবের আত্মা কি বিভিন্নরূপ?
(৭). ‘আমি’ কি মরিব?
(৮). মন কিসের উপর প্রতিষ্ঠিত?
(৯). মন কি স্বাধীন?
(১০). অশরীরী আত্মা কি জ্ঞানবিশিষ্ট?
(১১). পাপের জন্য দায়ী ————–?
২. ঐশ্বরিক
(১). আল্লাহর রূপ কি?
(২). স্রষ্টা কি সৃষ্টি হইতে ভিন্ন?
(৩. খোদা কি মনুষ্যভাবাপন্ন? কেন তাঁহাকে ধর্মযাজকগণ পার্থিব মানুষের ও তাদের কার্যকলাপের সাথে তুলনা করিয়া জনসাধারণকে বুঝ দেওয়ার প্রয়াস পান?
(৪). নিরাকারের সাথে নিরাকারের পার্থক্য কি? আত্মাও নিরাকার এবং খোদাও নিরাকার। তাই আত্মা ও খোদাতে তফাৎ কি?
(৫). ঈশ্বর কি স্বেচ্ছাচারী না নিয়মতান্ত্রিক?
(৬). খোদার অনিচ্ছায় কোন ঘটনা ঘটিতে পারে কি?
লেখা ঝাপসা, পাঠোদ্ধার সম্ভব হয়নি।
(৭). খোদা কি ন্যায়বান না দয়ালু?
(৮). নিরাকার পদার্থ দৃষ্টিগোচর হয় কিভাবে?
(৯). পাপ-পুণ্যের ডায়রী কেন?
(১০). মানব ও বিভিন্ন জীব সৃষ্টির উদ্দেশ্য কি?
(১১). আল্লাহর দূত জেব্রাইল তাঁহার আদেশানুসারে পয়গম্বরদের কাছে ‘অহি’ লইয়া আসিত ও তাহা নাজেল করিয়া চলিয়া যাইত। যাওয়া-আসা শব্দ দুইটি গতিবাচক। আবার গতির প্রথম ও শেষ স্থানের মধ্যে দূরত্ব থাকিতে বাধ্য। আল্লাহ নিশ্চয়ই পয়গম্বরদের নিকট হইতে দূরে ছিলেন না। তবে জেব্রাইলের যাতায়াত কি দূরত্বহীন?
(১২). আল্লাহ সর্বশক্তিমান। মাত্র তাঁহার ইচ্ছাশক্তিতেই বিশ্বের যাবতীয় ঘটনা ঘটিতে পারে। তবে ফেরেস্তার আবশ্যক কি?
(১৩). স্বর্গ-নরকের সুখ-দুঃখ বা ———- কি শারীরিক না আধ্যাত্মিক?
(১৪). বেহেস্ত ও দোজখের মধ্যে পার্থক্য কি?
(১৫). বেহেস্তে কি দিন-রাত্রি থাকিবে? যদি দিন থাকে তবে উহা কিসের দ্বারা আলোকিত?
(১৬). আল্লাহ মানুষের মন পরিবর্তন না করিয়া হেদায়েতের ঝঞ্ঝাট পোহান কেন?
(১৭). ভাগ্যলিপি কি পরিবর্তনীয়?
(১৮). বলির পশুর আত্মোৎসর্গ না মাংসৎসর্গ? মাংস তো আহার করি এবং আত্মা তো ঐশ্বরিক দান। উৎসর্গ করা হইল কি?
(১৯). উপাসনার সময় নির্দিষ্ট কেন?
(২০). প্রাতঃ সন্ধ্যা ও মধ্যাহ্নে উপাসনা নিষিদ্ধ কেন? পৃথিবী আবর্তনের ফলে যে কোন স্থীর মুহূর্তে বিভিন্ন দ্রাঘিমার উপর বিভিন্ন সময় সূচিত হয় এবং প্রতি মুহূর্তেই কোন না কোন স্থানে নির্দেশিত উপাসনা চলিতে থাকে। নিষিদ্ধ সময়ের তাৎপর্য কি?
(২১). ফেরেস্তার শরীরের উপাদান কি?
(২২). আদমের পাপ কি?
(২৩). মে’রাজ সত্য না স্বপ্ন?
(২৪). ‘নাপাক’ বস্তু কি আল্লাহর কাছেও ‘নাপাক’?
(২৫). নিরাকার-উপাসনায় কেবলার আবশ্যক কি?
(২৬). মক্কার হরমের শিবমূর্তিটি কি সজীব? যদি না-ই হয় তবে শুধু পাথরকে হিংসা করার কারণ কি?
(২৭). হাত তুলিয়া মোনাজাত কেন? বেহেস্ত পাইবার উপায় কি? রছুলের পায়রবী, খোদার বন্দেগী, খোদার দয়া, রোজে আজল বা তকদীর – এর কোন প্রকারে বেহেস্ত লাভ হইবে?
৩. প্রাকৃতিক
(১). পদার্থশূন্য স্থান আছে কি?
(২). অপরিবর্তনীয় কি?
(৩). মানুষ ও পশুতে সাদৃশ্য কেন?
(৪). আকাশ কি?
(৫). দিবা-রাত্রির কারণ কি?
(৬). পৃথিবীর নিচে কি আছে?
(৭). ভূমিকম্পের কারণ কি?
(ক) বজ্রপাত কেন হয়?
(৮). রাত্রে সূর্য কোথায় থাকে?
(৯). ঋতুভেদের কারণ কি?
(১০). জোয়ার-ভাটা হয় কেন?
(১১). মেরু অঞ্চলে নামাজ-রোজার উপায় কি?
(১২). প্রতি ঘণ্টায় ১০৪১X২/৩ মাইল বেগে পশ্চিম দিকে বিমান চালাইলে আরোহীগণের রোজা-নামাজের উপায় কি?
৮. ঐতিহাসিক
(১). আদম কি আদি মানব? তবে জীবতাত্ত্বিকদের বিবর্তনবাদ কি সম্পূর্ণ ভ্রমাত্মক?
(২). নূহ নবীর সময়ের মহাপ্লাবন কি পৃথিবীর সর্বত্র হইয়াছিল? পৃথিবীর কোন কোন স্থানে মহাপ্লাবন হইলে সেখান হইতে পূর্ব বা পশ্চিমে ৮০ দ্রাঘিমাংশে প্লাবন ঘটা অসম্ভব। তবে নূহ নবীর বেলায় সম্ভব হইল কিরুপে?
(৩). শোনা যায়, ইব্রাহীম খলিলুল্লাহ ভীষণ অগ্নিকুন্ডে নিক্ষেপিত হইয়াও দগ্ধ হন নাই। তখন কি প্রকৃতির নিয়মের ব্যতিক্রম ঘটিয়া অগ্নির দাহিকাশক্তি লোপ পাইয়াছিল, না ভীষণ অগ্নিকুন্ডের কেন্দ্রস্থলে অক্সিজেনের অভাবে উহার কিয়দংশের দহন রহিত হইয়াছিল?
(৪). হযরত মুসার আসার আঘাতে নীল নদীতে জলের স্বাভাবিক ধর্ম কি নষ্ট হইয়াছিল, না ঘটনার দিনের পূর্ব রাত্রিতে পূর্ব দিক হইতে প্রবল ঝড়ের ফলে নীল নদীর মোহনায় জল শুকাইয়াছিল?
৫. বিবিধ
(১). সৃষ্টির পূর্বে কি ছিল?
(২). বিশ্বের উপাদান কি?
(৩). কারণবিহীন কর্ম কি সম্ভব?
(৪). অলৌকিক ঘটনা কি বর্তমানেও ঘটে?
(৫). অন্ধ, খঞ্জ, বধির, রুগ্ন ও চিরদরিদ্র হয় কেন?
(৬). নাবুঝের পাপ কি?
(৭). সত্যের রূপান্তর আছে কি?
(৮). নাপাক কি————-?
(৯). মলদ্বার দিয়া বদবায়ু নির্গত হইলে শৌচ না করিয়া শুধু ওজু করার কারণ কি?
(১০). কতগুলি খাদ্য হারাম হইল কেন?
(১১). দোয়ার কি ক্রিয়া আছে?
(১২). জীবকুল চায় কি?
(১৩). ধর্ম কি যুক্তিবিরোধী?
(১৪). নীতি কি ধর্মবিরোধী?
(১৫). ত্যাজ্য স্ত্রী পুনঃগ্রহণে হিলা প্রথার তাৎপর্য কি?
(১৬). ইসলামের সাথে পৌত্তলিকতার সাদৃশ্য কেন?
(১৭). জিন জাতি কোথায়?
(১৮). দার্শনিকের দোষ কি? যুক্তিপূর্ণ কথা বলাই কি দূষণীয়?
(১৯). বিজ্ঞান কি মিথ্যা?
(২০). ধর্মের সঙ্গে দর্শন ও বিজ্ঞানের কলহ কেন?
(২১). শয়তান কি?
(২২). এক নেকি কতটুকু?
(২৩). পাপের কি ওজন আছে?
(২৪). সূর্যবিহীন দিন কিরূপ?
(২৫). ইহলোকে ও পরলোকে সাদৃশ্য কেন?
(২৬). আরবের বৈশিষ্ট্য কি?
(২৭). চন্দ্র একটি না বারোটি?
(২৮). সাত বারের মহত্ব কি?
(২৯). সোলায়মানের হেকমত না কেরামত?
অন্ধ বিশ্বাস দূর হোক
সত্য ধর্মের জয় হোক।
অধ্যায়ঃ সত্যের সন্ধান
♦ দ্বিতীয় প্রস্তাবঃ ঈশ্বর বিষয়ক
♦ পঞ্চম প্রস্তাবঃ প্রকৃতি বিষয়ক
অধ্যায়ঃ অনুমান
অধ্যায়ঃ স্মরণিকা
♦ লামচরি গ্রামের অবস্থান ও পরিবেশ
♦ লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠান ও ৭৯ সালের বৃত্তি দান
♦ মানব কল্যাণের অনুকরণীয় দৃষ্টান্ত
♦ ১৯৮০ সালের বৃত্তিপ্রদান অনুষ্ঠান
♦ পুস্তক প্রদান অনুষ্ঠানের ভাষণ
♦ অবহেলিত একটি প্রতিভার স্বীকৃতি বাকেরগঞ্জ জিলা পরিষদ কর্তৃক বিশেষ পুরস্কার দান
♦ বার্ষিক অধিবেশন ও ৮১ সালের বৃত্তিপ্রদান
♦ আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরীর দানপত্র সংক্রান্ত দলিলসমূহের অনুলিপি
♦ কেন আমার মৃতদেহ মেডিক্যালে দান করছি
অধ্যায়ঃ আমার জীবনদর্শন
♦ জগত সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা
♦ জীবন সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা
“আরজ আলী মাতুব্বর” বই সম্পর্কিত আপনার মন্তব্যঃ