নদী
১৯-১২-১৩৪০
তরঙ্গিণী! তব অই প্রবল তরঙ্গে
কম্পন উদ্ভব হয় নাবিকের অঙ্গে।
লৌহময় তরী ভেঙ্গে কর খন্ড খন্ড,
শৈলময় গিরি ভেঙ্গে করে দাও মণ্ড,
দুই কুল ভেঙ্গে বৃদ্ধি কর নিজ দেহ,
রুধিতে তোমার বেগ নাহি পারে কেহ।
তৃণ-লতা-গুল্ম-আদি বৃক্ষ ফলবান,
দরিদ্রের গৃহ কিংবা দ্বিতল দালান,
সকল ভাঙ্গিয়া তুমি করে দাও ক্ষয়।
তব যুদ্ধে কোন বীর না মানে পরাজয়?
দিগ্বিজয়ী বলি কিন্তু না পাও গণনা,
যেহেতু ভাঙ্গিতে না’র তুচ্ছ বালুকণা।