লোকেদের জন্য পাথরের স্মৃতিফলক
১. মোশি এবং ইস্রায়েলের প্রবীণেরা লোকেদের এই আজ্ঞা করে বললেন, “আজ আমি তোমাদের যে আজ্ঞা দিই তার সব পালন করবে।
২. প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন, যে দিন যৰ্দ্দন নদী পার হয়ে তোমরা সেই দেশে প্রবেশ করবে সেদিন অবশ্যই তোমরা বড় পাথরের চাঁই স্থাপন করে তাতে প্রলেপ দেবে।
৩. তারপর এই পাথরগুলির উপর এই সমস্ত আজ্ঞা অবশ্যই লিখবে। যৰ্দ্দন নদী পার হলে তোমরা অবশ্যই এই কাজ করবে। তারপর প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে প্রবেশ করবে। সেই দেশ অনেক উত্তম দ্রব্যে পরিপূর্ণ। প্রভু তোমাদের পূর্বপুরুষের ঈশ্বর এই দেশ দেবেন বলেই প্রতিজ্ঞা করেছিলেন।
৪. “এবল পর্বতে দাঁড়িয়ে আজ আমি পাথর স্থাপনের বিষয়ে তোমাদের যে আদেশ দিচ্ছি, যৰ্দ্দন নদী পার হলে তোমর৷ অবশ্যই তা পালন কোর। সেই সব পাথরে তোমরা অবশ্যই চুন লেপবে।
৫. আর সেখানে তোমরা পাথর দিয়ে প্রভু তোমাদের ঈশ্বরের জন্য এক বেদী নির্মাণ করবে। সেই পাথরগুলি কাটতে লোহার যন্ত্রপাতি ব্যবহার কোর না।
৬. ‘প্রভু তোমার ঈশ্বরের উদ্দেশ্যে বেদী নির্মাণ করার সময় কেটে সাইজ করা পাথর ব্যবহার কোর না। সেই বেদীর উপরে প্রভু তোমার ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করবে।
৭. এবং সেইখানে তোমরা অবশ্যই বলি হিসেবে মঙ্গল নৈবেদ্য দান করবে এবং সেইখানেই তা খাবে। সেখানে প্রভু তোমাদের ঈশ্বরের সামনে তুমি আনন্দ কোর।
৮. “তোমরা যে পাথর স্থাপন করেছ তাতে অবশ্যই এই সমস্ত শিক্ষ৷ লিখবে। সেগুলো স্পষ্টভাবে লিখো যাতে সহজে পড়া যায়।”
বিধি ব্যবস্থার অভিশাপে লোকেদের সম্মতি
৯. মোশি এবং যাজকরা ইস্রায়েলের লোকেদের সঙ্গে কথা বললেন, “হে ইস্রায়েল, শান্ত হয়ে শোন। আজ তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের প্রজা হলে।
১০. “সুতরাং প্রভু তোমাদের ঈশ্বর যা যা বলেন তার সমস্তই পালন কোর। আমি আজ তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি তা অবশ্যই পালন কোর।”
১১. সেই একই দিনে মোশি লোকেদের বললেন,
১২. “তোমরা যৰ্দ্দন নদী পার হলে পরে শিমিয়োন, লেবি, যিহুদ।, ইষাখর, যোষেফ ও বিন্যামীন এই পরিবারগোষ্ঠীগুলির লোকেদের বিধিপুস্তক থেকে আশীর্বাদ পড়ার জন্য গরিষীম পাহাড়ে দাঁড়াবে।
১৩. আর রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি এই পরিবারগোষ্ঠীগুলি বিধিপুস্তক থেকে শাপ পড়ার জন্য এবল পর্বতে দাঁড়াবে।
১৪. “আর লেবীয়র৷ সমস্ত ইস্রায়েলীয়কে জোরে চিৎকার করে বলবেঃ
১৫. যে কেউ মূর্ত্তি তৈরী করে এবং সেগুলি গোপন জায়গায় রাখে, সেই অভিশপ্ত হয়। ঐ মূর্ত্তিগুলি শিল্পীর দ্বারা খোদিত বা ছাঁচে ঢালা মূৰ্ত্তি ছাড়া আর কিছুই নয়। প্রভু এগুলিকে ঘৃণা করেন।’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন!’
১৬. “লেবীয়রা বলবে, “পিতামাতাকে যে কেউ অসম্মান করে সে শাপগ্রস্ত ! ‘ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
১৭. “লেবীয়রা বলবে, “যে ব্যক্তি প্রতিবেশীর জমির চিহ্ন স্থানান্তর করে সে শাপগ্রস্ত !’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
১৮. “লেবীয়রা বলবে, “যে ব্যক্তি কোন অন্ধকে ভুল পথে চালায় সে শাপগ্রস্ত !’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
১৯. “লেবীয়রা বলবে, ‘যে ব্যক্তি বিদেশীর, অনাথ অথবা বিধবার সুবিচার করে না সে শাপগ্রস্ত ! “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২০. “লেবীয়রা বলবে, “পিতার স্ত্রীর অর্থাৎ সৎ মায়ের সাথে যৌন সম্পর্ক করে এমন যে কোন ব্যক্তি শাপগ্রস্ত।’ কারণ এইভাবে সে তার পিতাকে অসম্মান করেছে !’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২১. “লেবীয়রা বলবে, ‘যে কোন ধরণের পশুর সাথে যৌন সম্পর্কে লিপ্ত ব্যক্তি শাপগ্রস্ত ! ‘ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২২. “লেবীয়রা বলবে, ‘যে ব্যক্তি তার বোনের সাথে অর্থাৎ তার পিতা অথবা মাতার কন্যার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় সে শাপগ্রস্ত ! ‘ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২৩. “লেবীয়রা বলবে, ‘শাশুড়ীর সাথে যৌন সম্পর্ক রয়েছে এমন যে কোন ব্যক্তি শাপগ্রস্ত ! ‘ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !
২৪. “লেবীয়রা বলবে, ‘গোপনে প্রতিবেশীকে হত্যা করে এমন ব্যক্তি শাপগ্রস্ত !’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২৫. “লেবীয়রা বলবে, ‘নির্দোষ ব্যক্তিকে হত্যা করার জন্য টাকা নেয়, এমন যে কোন ব্যক্তি শাপগ্রস্ত ! ‘ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !’
২৬. “লেবীয়রা বলবে, ‘কোন ব্যক্তি যে এই ব্যবস্থার কথা সমর্থন না করে এবং তা পালন করতে সম্মত না হয়, সে শাপগ্রস্ত !’ “তখন সমস্ত লোক উত্তরে বলবে, ‘আমেন !”