হযরত ইব্‌ন মাসউদ (রাঃ) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইব্‌ন উবায়দা, আ’মাশ প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী বর্ণনা করিয়াছেনঃ

হযরত ইব্‌ন মাসউদ (রাঃ) বলেন যে, একদা নবী করীম (সাঃ) আমাকে বলিলেন- ‘আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও।’ আমি আরয করিলাম- আপনার প্রতি কুরআন নাযিল হইয়াছে আর আমি আপনাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সাঃ) বলিলেন- ‘অপরের মুখে কুরআন তিলাওয়াত শ্রবণ করা আমার নিকট ভাল লাগে।’

ইহাতে আমি নবী করীম (সাঃ)-কে সূরা নিসা তিলাওয়াত করিয়া শুনাইতে লাগিলাম। আমি নিম্নোক্ত আয়াতে পৌঁছিলে তিনি বলিলেন, থামোঃ فَكَيّفَ إذا جِدْنًا من كُل مم يِشَهِيْدٍ وَحِشْنَابِكَ على طؤلاء شَهيْدا 

আর সেই সময়ে কিরূপ অবস্থা ঘটিবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী উপস্থাপন করিব এবং তোমাকে তাহাদের সম্বন্ধে সাক্ষ্য প্রদানকারী হিসাবে পেশ করিব।) এই সময়ে নবী করীম (সাঃ)-এর চক্ষু হইতে অশ্রু পড়িতেছিল।’ উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা উল্লেখিত হইয়াছে। উহা ইন্‌শা আল্লাহ্ আবার উল্লেখিত হইবে।

error: Content is protected !!