টুকিটাকি
অপ্রকাশিত
রচনাকাল ১৮-২-১৩৮১
স্মরণিকা
অত্র তালিকায় লিখিত বাজী তৈয়ারের ব্যবস্থাসমূহ জনৈক চীনা আতসকরের ব্যবস্থা। প্রায় ৬০ বৎসর পূর্বে জৈনিক চীনা আতসকর বাংলাদেশ ভ্রমণে আসেন এবং বাখরগঞ্জ ভ্রমণের সময় বরিশালের তৎকালিক ইউরোপীয় জমিদার মি. ব্রাউনের কুটিরে কিছুদিন অবস্থান করেন (মি. ব্রাউনকে এদেশের লোকে বরান সাইব বলিত)। এই সময় মহিউদ্দিন খানসামা নামে মি. ব্রাউনের একজন বাঙ্গালী বাবুর্চি ছিলেন। তিনি চীনা আতসকরের নিকট কয়েক প্রকার বাজী তৈয়ার শিখিয়া রাখেন এবং তাঁহার নিকট হইতে শিক্ষা করেন মকরুম প্রতাপ নিবাসী যোগেশচন্দ্র দাশ। আমি ১৩৫৬ সালের ১০ চৈত্র দাস মহাশয়ের বাড়িতে যাইয়া তাঁহার নিকট হইতে অত্র তালিকায় লিখিত ১ – ১০ নং দফে পর্যন্ত বাজী তৈয়ারের ব্যবস্থা লিখিয়া লই। কিন্তু এই ব্যবস্থা অনুযায়ী আমি কখনো বাজী তৈয়ার করি নাই। তাহার কারণ এই যে, স্থানীয় ভুলু ডাক্তারের সহযোগিতায় একদা বোমা তৈয়ার পরীক্ষাকালীন আকস্মিক বিপদে পড়ায় সেইদিন প্রতিজ্ঞা করিয়াছিলাম যে, জীবনে আর কখনো বাজী তৈয়ার করিব না।
১১ – ১৪ নং দফের লিখিত ‘অগ্নি উৎপাদক’ ব্যবস্থাসমূহ প্রাপ্ত হইয়াছি বিগত ৯-১১-৫০ ইং তারিখে প্রকাশিত ‘আনন্দবাজার’ পত্রিকায়।
কোন অভিজ্ঞ আতসকরের সহযোগিতা ছাড়া কোন ব্যক্তির বাজী তৈয়ারে হাত না দেওয়াই ভাল। বিশেষত বোমাদি মারাত্মক বাজী তৈয়ারে হাত দেওয়া গুরুতর অন্যায়।
আরজ আলী মাতুব্বর
লামচরি, ১৮ জৈষ্ঠ, ১৩৮১
সের | তোলা | |
---|---|---|
পটাশ ক্লোরাসগন্ধককয়লা (বড়ই) | ১–– | –১০২০ |
শোরাগন্ধককয়লা (কদম) | ১–– | –১০২০ |
শোরাগন্ধককয়লা (বড়ই) লোহা চূর্ণ | ১––– | –২৫১২।।২০ |
শোরাগন্ধকমনশীলাঅথবা বাহারী | ১––– | –৪০২০২০ |
লালমাতাম | বেরাটিয়াপটাশ ক্লোরাসভূষা কালি |
হাওইরবোম | পটাশ ক্লোরাসমনশীলা |
চকরী | শোরাগন্ধককয়লা (বড়ই)লোহা চূর্ণ |
বন্দুকেরবারূদ | শোরাঅঙ্গারগন্ধক |
অগ্নিউৎপাদক | পটাশ ক্লোরাসচিনিসালফিউরিক এসিড |