জীবন পাখি

 

নিশিযোগে শাখীশাখে পাখি নানা জাতি

করয় বসতি। গেলে পোহাইয়া রাতি

যে যায় যাহার কাজ আছয় যেখানে,

না চাহে ফিরিয়া আর কেহ কা’র পানে।

সেরূপ জীবের আয়ু যেন এক নিশি-

পরমায়ু নিশিযোগে সবে মিলি-মিশি।

প্রভাত হইয়া গেলে আয়ুর রজনী,

কেহ কা’র নহে – পিতা, পুত্র ও জননী।

যা’র পথে সেই বায়ু, কা’রে নাহি ডাকে।

আপন আপন তবু বল তুমি কা’কে?

সময় হইলে পূর্ণ সবে চলে যায়,

সে যায় সে কা’র তরে ফিরিয়া না চায়।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x