ওরে ও শ্রমিক, সব মহিমার উত্তর-অধিকারী !

অলিখিত যত গল্প-কাহিনি তোরা যে নায়ক তারই।।

 

শক্তিময়ী সে এক জননির

স্নেহ-সুত সব তোরা যে রে বীর,

পরস্পরের আশা যে রে তোরা, মার সন্তাপ-হার।।

 

নিদ্রোত্থিত কেশরীর মতো

ওঠ ঘুম ছাড়ি নব জাগ্রত !

আয় রে অজেয় আয় অগণিত দলে দলে মরুচারী।।

 

ঘুমঘোরে ওরে যত শৃঙ্খল

দেহ মন বেঁধে করেছে বিকল,

ঝেড়ে ফেল সব, সমীরে যেমন ঝরায় শিশির বারি।

উহারা কজন? তোরা অগণন সকল শক্তি-ধারী॥

error: Content is protected !!