একটি উন্মুক্ত পাঠাগার
চিন্তা
১০-০৬-১৩৩৯
১ম অক্ষরে ‘আজাহার আলি’ মেছেরদ্দির পুত্র, হবিনগর।
আগে ভাব, আগে চিন্ত, কাজ কর পাছে।
জাহির না কর আগে মনে যাহা আছে;
হাতে কাজ, মুখে কথা, মনে চিন্তা রাখ।
রজনী গভীর কালে খোল চিন্তা আঁখ –
আসিবে অনেক চিন্তা, কিন্তু এক রেখে,
লিপিবদ্ধ কর মনে শব্দে শব্দে লিখে।