একটি উন্মুক্ত পাঠাগার
চরমোনাইতে অমাবশ্যা
০৯-০১-১৩৪০
তেরশ’ চল্লিশ সাল, বৈশাখী সপ্তম।
দিবস অতীত, যবে রজনী আগম;
প্রহর অতীত হল, ন’ঘটিকা বাজে –
আচম্বিতে হল শোর চরমোনাই মাঝে।
‘পুণ্যশশী প’ল খসি’, হ’ল অন্ধকার,
শাহ সুফী মৌলবী আবদুল জব্বার
ভেস্তে গেল, শাস্তি পেল খোদার কৃপায়।
‘ইন্নালিল্লাহে’ বল মমিন সবায়।