গুরু পরম্পরা

এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয়ো বিদুঃ (ভগবদগীতা ৪/২)।

এই ভগবদগীতা যথাযথ নিম্নোক্ত গুরু-পরম্পরাক্রমে প্রাপ্ত হয়েছেঃ

(১) ভগবান শ্রীকৃষ্ণ

(২) ব্রক্ষ্মা

(৩) নারদ

(৪) ব্যাসদেব

(৫) মধ্বাচার্য

(৬) পদ্মনাভ

(৭) নৃহরি

(৮) মাধব

(৯) অক্ষোভ্য

(১০) জয়তীর্থ

(১১) জ্ঞানসিন্ধু

(১২) দয়ানিধি

(১৩) বিদ্যানিধি

(১৪) রাজেন্দ্র

(১৫) জয়ধর্ম

(১৬) পুরুষোত্তম

(১৭) ব্রক্ষ্মণ্যতীর্থ

(১৮) ব্যাসতীর্থ

(১৯) লক্ষ্মীপতি

(২০) মাধবেন্দ্রপুরী

(২১) ঈশ্বরপুরী, (নিত্যানন্দ, অদ্বৈত আচার্য প্রভু)

(২২) শ্রীচৈতন্য মহাপ্রভু

(২৩) শ্রীরূপ গোস্বামী, (শ্রীস্বরূপ দামোদর, শ্রীসনাতন গোস্বামী)

(২৪) শ্রীরঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী

(২৬) শ্রীনরোত্তম দাস ঠাকুর

(২৭) শ্রীবিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর

(২৮) (শ্রীশ্রীবলদেব বিদ্যাভূষণ), শ্রীজগন্নাথ দাস বাবাজী মহারাজ

(২৯) শ্রীভক্তিবিনোদ ঠাকুর

(৩০) শ্রীগৌরকিশোর দাস বাবাজী মহারাজ

(৩১) শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর

(৩২) শ্রীল অভয়চরণারবেদান্ত ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x