কনানের সীমান্ত

১. প্রভু মোশিকে বললেন,

২. “ইস্রায়েলের লোকেদের এই আদেশ দাও। তোমরা কনান দেশে আসছো। তোমরা এই দেশকে পরাজিত করবে। তোমরা সমগ্র কনান দেশটিকে অধিগ্রহণ করবে।

৩. দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে। লবণ সাগরের দক্ষিণ প্রান্তে তোমাদের দক্ষিণ সীমান্ত শুরু হবে।

৪. এটি অক্রীমের দক্ষিণ দিক অতিক্রম করবে। এটি সীন মরুভূমির মধ্য দিয়ে যাবে কাদেশ-বর্ণেয়ের এবং তারপরে হৎসর-অদ এবং তারপরে এটি অমোনের মধ্য দিয়ে যাবে।

৫. অমোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্যন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে।

৬. ‘তোমাদের পশ্চিম সীমান্ত হবে ভূমধ্যসাগর।

৭. তোমাদের উত্তর সীমান্ত শুরু হবে ভূমধ্যসাগর পর্যন্ত এবং এটি বিস্তৃত হবে, হোর পর্বত লিবানোন পর্যন্ত।

৮. হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্যন্ত যাবে এবং তারপরে সদাদ পর্যন্ত।

৯. এরপর সেই সীমান্ত সিফ্রোণ পর্যন্ত যাবে এবং এটি শেষ হবে হৎসর-ঐননে। সুতরাং সেটিই তোমাদের উত্তর সীমান্ত।

১০. তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হৎসর-ঐননে এবং এটি শফাম পর্যন্ত যাবে।

১১. শফাম থেকে সীমান্তটি ঐনের পূর্ব থেকে রিব্লা পর্যন্ত যাবে। সীমান্তটি কিন্নেরৎ হ্রদের পাশে পাহাড়ের সীমান্ত বরাবর বিস্তৃত হবে।

১২. এরপর সীমান্তটি যদ্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে। এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে। ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা।

১৩. সেই কারণে মোশি ইস্রায়েলের লোকেদের এই আদেশ দিয়েছিলেন, “এই সেই দেশ যেটি তোমরা পাবে এবং নয়টি গোষ্ঠী ও মনঃশির গোষ্ঠীর অর্ধেকের  মধ্যে ভূমিটিকে ভাগ করে দেওয়ার জন্য তোমরা ঘুঁটি চালবে।

১৪. “রূবেণ ও গাদের পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক তাদের দেশ বেছে নিয়েছে।

১৫. ঐ দুটি এবং অর্ধেক পরিবারগোষ্ঠী যিরীহোর কাছের দেশ নিয়েছিল। তারা যদন নদীর পূর্বদিকের জমি নিয়েছিল।”

১৬. “এরপর প্রভু মোশিকে বললেন,

১৭. “দেশ ভাগ করে দেওয়ার কাজে, এই সমস্ত লোকেরা তোমাকে সাহায্য করবেঃ যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং

১৮.  সমস্ত পরিবারগোষ্ঠীর নেতারা। সেখানে প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেতা থাকবেন। ঐ সমস্ত লোকেরা দেশ ভাগ করবে।

১৯. এইগুলো হলো নেতাদের নামঃ যিহুদা পরিবারগোষ্ঠী থেকে যিষ্ণুন্নির পুত্র কালেব।

২০. শিমিয়োনের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র শমূয়েল।

২১. বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে কিলোনের পুত্র ইলীদদ।

২২. দানের পরিবারগোষ্ঠী থেকে যগুলির পুত্র বুক্কি।

২৩. যোষেফের উত্তরপুরুষদের মধ্য থেকে মনঃশির পরিবারগোষ্ঠী থেকে এফোদের পুত্র হন্নীয়েল।

২৪. ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে শিপ্তনের পুত্র কমূয়েল।

২৫. সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পর্ণকের পুত্র ইলীষাফণ।

২৬. ইষাখর পরিবারগোষ্ঠী থেকে অসসনের পুত্র পটিয়েল।

২৭. আশের পরিবারগোষ্ঠী থেকে শলোমির পুত্র অহীহুদ।

২৮. নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র পদহেল।”

২৯. ইস্রায়েলের লোকেদের মধ্যে কনানের জমি ভাগ করে দেওয়ার জন্য প্রভু ঐ সমস্ত লোকেদের মনোনীত করেছিলেন।

error: Content is protected !!