লোকেদের গণনা করা হল

১. সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন।

২. তিনি বললেন, “ইস্রায়েলের লোকেদের গণনা কর। ২০ বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ী তালিকাভুক্ত করো। এই পুরুষেরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার যোগ্যতাসম্পন্ন।”

৩. এই সময় লোকেরা মোয়াবের যদ্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল। এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যদ্দন নদীর কাছে। সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকেদের বললেন,

৪. “তোমরা অবশ্যই ২০ বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে। মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকেদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো।

৫. এইসব লোকেরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভুক্ত। (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র।) পরিবারগুলো ছিলঃ হনোক হতে হনোকীয় পরিবার। পল্লু হতে পল্লুয়ীয় পরিবার।

৬. হিথ্রোণ হতে হিথ্রোণীয় পরিবার। কর্ম্মি হতে কর্ম্মীয় পরিবার।

৭. ঐ পরিবারগুলে৷ ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট ৪৩,৭৩০ জন পুরুষ ছিল।

৮. পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব।

৯. ইলীয়াবের তিন পুত্র নমূয়েল, দাথন এবং অবীরাম। দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন। কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন।

১০. সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল। এবং ২৫০ জন পুরুষ মারা গিয়েছিল। সেটি ইস্রায়েলের লোকেদের প্রতি একটি সতর্কবাণী ছিল।

১১. কিন্তু কোরহের সন্তানেরা মারা যান নি।

১২. এই পরিবারগুলি হল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্তঃ নমূয়েল হতে নমূয়েলীয় পরিবার। যামীন হতে যামীনীয় পরিবার। যাখীন হতে যাখীনীয় পরিবার।

১৩. সেরহ হতে সেরহীয় পরিবার। শৌল হতে শৌলীয় পরিবার।

১৪. ঐ পরিবারগুলি ছিল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট ২২,২০০ জন পুরুষ ছিলেন।

১৫. এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্তঃ সিফোন হতে সিফোনীয় পরিবার। হগি হতে হগীয় পরিবার। শুনি হতে শূনীয় পরিবার।

১৬. ওঞ্চি হতে ওষ্ণীয় পরিবার। এরি হতে এরীয় পরিবার।

১৭. আরোদ হতে আরোদীয় পরিবার। অরেলি হতে অরেলীয় পরিবার।

১৮. ঐ পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট ৪০,৫০০ জন পুরুষ ছিলেন।

১৯-২০. এই পরিবারগুলি ছিল যিহুদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: শেলা হতে শেলায়ীয় পরিবার। পেরস হতে পেরসীয় পরিবার। সেরহ হতে সেরহীয় পরিবার। যিহুদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন।

২১. এই পরিবারগুলো হল পেরসের বংশধর: হিষোণ হতে হিথ্রোণীয় পরিবার। হামূল হতে হামূলীয় পরিবার।

২২. ঐ পরিবারগুলি ছিল যিহুদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৭৬,৫০০ জন।

২৩. ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিলঃ তোলয় হতে তোলয়ীয় পরিবার। পূয় হতে পূনীয় পরিবার।

২৪. যাশূব হতে যাশূবীয় পরিবার। শিম্রোণ হতে শিম্রোণীয় পরিবার।

২৫. ঐ পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৬৪,৩০০ জন।

২৬. “সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিলঃ সেরদ হতে সেরদীয় পরিবার। এলোন হতে এলোনীয় পরিবার। যহলেল হতে যহলেলীয় পরিবার।

২৭. ঐ পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৬০,৫০০ জন।

২৮. যোষেফের দুই পুত্র ছিল মনঃশি এবং ইফ্রয়িম। প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন।

২৯. মনঃশি পরিবারগুলি ছিল: মাখীর হতে মাখীরীয় পরিবার। (মাখীর ছিলেন গিলিয়দের পিতা।) গিলিয়দ হতে গিলিয়দীয় পরিবার।

৩০. গিলিয়দের পরিবারগুলো ছিলঃ ঈয়েষর হতে ঈয়েষরীয় পরিবার। হেলক হতে হেলকীয় পরিবার।

৩১.  অস্ত্রীয়েল হতে অস্ত্রীয়েলীয় পরিবার। শেখম হতে শেখমীয় পরিবার।

৩২. শিমীদা হতে শিমীদায়ীয় পরিবার। হেফর হতে হেফরীয় পরিবার।

৩৩. সলফাদ ছিলেন হেফরের পুত্র। কিন্তু তার কোনো পুত্র ছিল না। কেবল কন্যারা ছিল। তার কন্যাদের নাম ছিল— মহলা, নোয়া, হলা, মিল্কা এবং তিসা।

৩৪. ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৫২,৭০০ জন।

৩৫. ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবার- গুলো ছিলঃ শূথলহ হতে শূথলহীয় পরিবার। বেখর হতে বেখরীয় পরিবার। তহন হতে তহনীয় পরিবার।

৩৬. শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল আর জন। এরণ থেকে এসেছিল এরণীয় পরিবার।

৩৭. ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট ৩২,৫০০ জন পুরুষ ছিলেন। ঐসব লোকেদের সকলেই ছিলেন যোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

৩৮. বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবার- গুলি ছিলঃ বেলা হতে বেলায়ীয় পরিবার। অসবেল হতে অসবেলীয় পরিবার। অহীরাম হতে অহীরামীয় পরিবার।

৩৯. শূফম থেকে শুফমীয় পরিবার। হুফম থেকে হুফমীয় পরিবার।

৪০. বেলার পরিবারগুলি ছিলঃ অর্দ হতে অর্দীয় পরিবার। নামান হতে নামানীয় পরিবার।

৪১. ঐ পরিবারগুলোর সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৪৫,৬০০ জন।

৪২. দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিলঃ শূহম হতে শূহমীয় গোষ্ঠী। ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

৪৩. শূহমীয় পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৬৪,৪০০ জন।

৪৪. “আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিলঃ যিম্ন হতে যিম্নীয় পরিবার। যিসবি হতে যিসবীয় পরিবার। বরিয় হতে বরিয়ীয় পরিবার।

৪৫. বরিয়ের পরিবারগুলি ছিলঃ হেবর হতে হেবরীয় পরিবার। মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার।

৪৬. “(আশেরের সারহ নামের এক কন্যাও ছিল।)

৪৭. ঐ পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৫৩,৪০০ জন।

৪৮. নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিলঃ যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার। গূনি হতে গূনীয় পরিবার।

৪৯. যেৎসর হতে যেৎসরীয় পরিবার। শিল্পেম হতে শিল্পেমীয় পরিবার।

৫০. ঐ পরিবারগুলে৷ নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল ৪৫,৪০০ জন।

৫১. সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল ৬,০১,৭৩০ জন ।

৫২. প্রভু মোশিকে বললেন,

৫৩. “দেশ ভাগ করা হবে এবং এই লোকেদের সেগুলো দেওয়া হবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে।

৫৪. বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে। যার যত লোক তাকে ততটা অধিকার দাও।

৫৫. কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে। প্ৰত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে।

৫৬. “জমি বড় বা ছোট যাই হোক না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে।”

৫৭. তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হলঃ গেশোন হতে গেশোনীয় পরিবার। কহাৎ হতে কহাতীয় পরিবার। মরারি হতে মরারীয় পরিবার।

৫৮. এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত  লিবনীয় পরিবার। হিব্রোণীয় পরিবার। মহলীয় পরিবার। মূশীয় পরিবার। কোরহীয় পরিবার। অম্ৰাম ছিলেন কহাৎ পরিবারের অন্তর্ভুক্ত।

৫৯. অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ। তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তার জন্ম হয়েছিল মিশরে। অম্রাম এবং যোকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি। তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল।

৬০. হারোণ ছিলেন নাদব, অবীহু, ইলিয়াসর এবং ঈথামরের পিতা।

৬১.“কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল।

৬২. লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল ২৩,০০০ জন। কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকেদের সঙ্গে এদের গণনা করা হয়নি। প্রভু অন্যান্য লোকেদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তারা পান নি।

৬৩. মোয়াবের যদ্দন উপত্যকায় থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকেদের গণনা করেছিলেন। এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যৰ্দ্দন নদীর কাছে।

৬৪. “কিন্তু বহু বছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকেদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না। ঐ সব লোকেদের আর কেউই জীবিত ছিলেন না।

৬৬. “কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকেদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে। কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন। তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়।

error: Content is protected !!