১১ জুলাই ২০১০। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে হল্যান্ড ভার্সেস স্পেনের। ভারতের টিভিতে দেখা যাবে রাত ১২টা থেকে। পল একটি ভবিষ্যৎ বক্তা অক্টোপাস। অক্টোপাস পল জানিয়েছে স্পেন চ্যাম্পিয়ান হবে। পল ইতিমধ্যে প্রচণ্ড নাম করে ফেলেছে। মিডিয়াগুলো প্রচার করে
চলেছে—পলের সব ভবিষ্যৎবাণীই ঠিক হয়েছে। স্টার নিউজ চ্যানেল চার জ্যোতিষী ও চার বিজ্ঞানীকে নিয়ে সেদিন লাইভ প্রোগ্রাম করল রাত ৯টা থেকে ১০টা।
অনুষ্ঠানটির নাম ছিল ‘জানোয়ার বড়া ইয়া জ্যোতিষ? চার জ্যোতিষীই খুবই জনপ্রিয়। প্রায়ই জাতীয় স্তরের টিভি চ্যানেলগুলোকে গ্রহণ থেকে সুনামি – সবেই অংশ নেন। চারজনই জানালেন—কিছু জানোয়ারদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। ওরা ভবিষ্যৎদ্রষ্টা হয়। কচ্ছপ, মাছ, শুয়োর তো হিন্দুদের অবতার। ইত্যাদি ইত্যাদি। আর বললেন, রবি ও চন্দ্রমার প্রভাবে স্পেনের চ্যাম্পিয়ান হওয়ার সম্ভাবনা প্রবল। জ্যোতির্বিজ্ঞান এ কথাই বলে।
সঞ্চালক জানালেন, পল অতিতে প্রতিটি ভবিষ্যৎবাণী ঠিক করেছে।
আমি পল বিষয়ে বলেছিলাম, অতীতে পল একশো পারসেন্ট ঠিক ভবিষ্যৎবাণী করেছে—কথাটা ঠিক নয়। পলও ভুল করেছিল। ২০০৮ সালের ইউরো কাপের ফাইনালে জার্মানি জিতবে বলেছিল। কিন্তু জিতেছিল স্পেন।
অতএব স্টার নিউজের তরফ থেকে আপনারা বলছেন, পল সব ভবিষ্যৎবাণী ঠিকঠাক করেছে—সেটা সত্যি নয়। পল কীভাবে ভবিষ্যৎবাণী করছিল- আসুন দেখি ।
দুটি দলের ফ্ল্যাগ লাগানো বক্স রাখা থাকত জলে। পল যার বাক্সে বসত সেই জিতছে এবারের নকআউট পর্যায়ে।
বললাম, লক্ষ্য করলেই দেখবেন, প্রতিবারই পল বসছে বাঁ দিকের বাক্সে। পলকে এভাবেই
ট্রেনিং দেওয়া হয়েছে। এই পল বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রকাশ্যে ম্যাচ ফিকসিং করে চলছে। অথচ ধরা যাচ্ছে না। এবার ক্রিকেট ম্যাচের চেয়েও অনেক বড় মাপের ম্যাচ ফিকসিং হয়ে চলেছে, অথচ মানুষ ধরতে পারছে না।
এরপরই জ্যোতিষীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, আপনারা যাঁরা দাবি করে চলেছেন, অতীতে আপনারা অসাধারণ সব ভবিষ্যৎবাণী করেছেন, তাঁদের কাছে হাজির করব চারজনকে। তাদের হাত দেখে বলতে হবে আয় ও বিয়ের বয়স। আয় ৫ হাজার টাকা কম বা বেশি বললে আমি হার স্বীকার করে নেব। বিয়ের বয়েসের বেলায় ৫ বছর কম বা ৫ বছর বেশি বললে আমার হার। হারলে আমি দেব ২৫ লক্ষ টাকা। যুক্তিবাদী সমিতি তাদের কাজকর্ম চিরকালের জন বন্ধ করে দেবে।
জ্যোতিষীরা রে রে করে উঠলেন, আপনার ওখানে গিয়ে চ্যালেঞ্জ ফেস করতে গেলে তো জোর করে হারিয়ে দেবেন।
বললাম, বেশ তো, এই চ্যালেঞ্জের ব্যবস্থা করবে স্টার নিউজ।
পরের দিন ১২ জুন আবার রাত ৯টা থেকে ১০টা লাইভ অনুষ্ঠানে আয়োজন করল স্টার নিউজ। এদিকে ১২ জুন বহু চ্যানেলে হইচই। তারা প্রচারে নেমে পড়ল, অক্টোপাস পলকে ট্রেনিং দিয়ে বাঁদিকের বাক্সে বসানো হচ্ছে। হচ্ছে ম্যাচ ফিকসিং। কোটি কোটি টাকার বিনিময়ে টিমগুলো হারছে।
আমি অবশ্য প্রোগ্রামের প্রোডিউসারকে ইতিমধ্যে কথা দিয়েছি, ১২ তারিখের প্রোগ্রামে কিছু নতুন তাস খেলব। জানাব কীভাবে অক্টোপাসকে ট্রেনিং দেওয়া যায়। আর আমার খুব সহজ সরল চ্যালেঞ্জের মুখে জ্যোতিষীরা কীভাবে হারবেন— দেখতেই পাবেন।
আমি স্টুডিওতে গেলাম। কিন্তু বাকি অংশগ্রহণকারীদের অনুপস্থিতিতে অনুষ্ঠান বাতিল হল । এমন ঘটনায় আমি অবশ্য একটুও অবাক হইনি ।
প্রথম খন্ড
অধ্যায়ঃ এক
♦ মার্কিন গডম্যান মরিস সেরুলোঃ একটি ইতিহাস
অধ্যায়ঃ দুই
♦ যোগী-জ্যোতিষী হরেকৃষ্ণবাবা !
অধ্যায়ঃ তিন
♦ পঞ্চাশ বছর আগের বালক ব্রহ্মচারী এবং…
অধ্যায়ঃ চার
অধ্যায়ঃ পাঁচ
অধ্যায়ঃ ছয়
অধ্যায়ঃ সাত
অধ্যায়ঃ আট
♦ প্রদীপ আগরওয়ালের সম্মোহনে ‘পূর্বজন্মে’ যাত্রা
অধ্যায়ঃ নয়
অধ্যায়ঃ দশ
♦ বরানগরের হানাবাড়িঃ গ্রেপ্তার মানুষ- ভূত
অধ্যায়ঃ এগারো
♦ এফিডেভিট করে ডাক্তারের প্রশংসাপত্র নিয়ে ওঝাগিরি !
অধ্যায়ঃ বারো
♦ ‘গ্যারান্টি চিকিৎসা’র নামে হত্যাকারীর ভূমিকায় সর্পবিদ হীরেন রায়
অধ্যায়ঃ তেরো
অধ্যায়ঃ চোদ্দ
♦ সাঁইবাবার চ্যালেঞ্জঃ পেটে হবে মোহর !
অধ্যায়ঃ পনেরো
♦ হুজুর সাইদাবাদীঃ মন্তরে সন্তান লাভ !
অধ্যায়ঃ ষোলো
অধ্যায়ঃ সতেরো
♦ বিশ্বাসের ব্যবসায়ীরা ও নপুংসক আইন
দ্বিতীয় খন্ড
অধ্যায়ঃ এক
♦ খেজুর তলার মাটি সারায় সব রোগ
অধ্যায়ঃ দুই
অধ্যায়ঃ তিন
♦ স্বামী রামদেবঃ সন্ন্যাসী, সর্বযোগসিদ্ধ যোগী, যোগচিকিৎসক !
অধ্যায়ঃ চার
♦ নাকালের দৈব-পুকুরঃ হুজুগের সুনামী
অধ্যায়ঃ পাঁচ
♦ সায়েব যখন রেইকি করে রাঘব বোয়াল চামচা ঘোরে
অধ্যায়ঃ ছয়
♦ লক্ষ্মীমূর্তি কালি হলেন আপন খেয়ালে
অধ্যায়ঃ সাত
অধ্যায়ঃ আট
অধ্যায়ঃ নয়
♦ বিশ্বের বিস্ময় অলৌকিক মাতা জয়া গাংগুলী’র বিস্ময়কর পরাজয় এবং…
অধ্যায়ঃ দশ
♦ আই আই টিতে টেলিপ্যাথি দেখালেন দীপক রাও
অধ্যায়ঃ এগারো
♦ জন্ডিস সারাবার পীঠস্থান ইছাপুর
অধ্যায়ঃ বারো
♦ মালপাড়ার পেশা দাঁতের পোকা বের করা
অধ্যায়ঃ তেরো
তৃতীয় খন্ড
অধ্যায়ঃ এক
♦ ওঝার ঝাড়ফুঁক আর টেরিজার লকেটে মণিহার রোগমুক্তিঃ কুসংস্কারের দু’পিঠ
অধ্যায়ঃ দুই
♦ ‘মেমারিম্যান’ বিশ্বরূপ-এর একটি বিশুদ্ধ প্রতারণা
অধ্যায়ঃ তিন
♦ কোটিপতি জ্যোতিষী গ্রেপ্তার হলেন
চতুর্থ খন্ড
অধ্যায়ঃ এক
♦ কিস্যা অক্টোপাস পল বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ বক্তা
অধ্যায়ঃ দুই
♦ কিস্যা জ্যোতিষী বেজান দারওয়ালা
অধ্যায়ঃ তিন
♦ সাধারণ নির্বাচন ২০০৯ নিয়ে সব জ্যোতিষী ফেল
অধ্যায়ঃ চার
♦ মা শীতলার পায়ের ছাপ পুকুরঘাটেঃ রহস্যভেদ
অধ্যায়ঃ পাঁচ
অধ্যায়ঃ ছয়
অধ্যায়ঃ সাত
♦ অলৌকিক উপায়ে সন্তান দেন ডা. বারসি
অধ্যায়ঃ আট
♦ জ্যোতিষীর বাড়িতে অলৌকিক আগুন
অধ্যায়ঃ নয়
♦ সম্মিলিত দুর্নীতির ফসল ‘মোবাইলবাবা’
অধ্যায়ঃ দশ
“যুক্তিবাদীর চ্যালেঞ্জাররা” বই সম্পর্কিত আপনার মন্তব্যঃ