একটি উন্মুক্ত পাঠাগার
কাল১৫-০৫-১৩৩৮
কালের বিচিত্র গতি বিচিত্র তার তরঙ্গ।চারি যুগ ব্যাপিয়া ধরায়নিত্য নূতন রঙ্গ ধরায়,কভু ধরা যায় না কাল নিজে ধরে কি রঙ্গ।