কান্না-হাসির খেলার মোহে অনেক আমার কাটল বেলা,

কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙব খেলা?

অজানাকে আনতে জিনে

জগৎটাকে ফেলনু চিনে,

চাই যারে মা তায় দেখিনে

ফিরে এনু তাই একেলা

পরাজয়ের লজ্জা নিয়ে বক্ষে বিঁধে অবহেলা।।

 

আজকে বড় শ্রান্ত আমি আশায় আশায় মিথ্যা ঘুরে,

ও মা এখন বুকে ধরো মরণ আসে ঐ অদূরে!

সৃষ্টিটাকে পায়ের তলে

এসেছি মা হেলায় দ’লে,

হৃদয় শুধু জিনতে বলে

খেয়ে এনু পায়ের ঠেলা

আর সহে না মা গো এখন আমায় নিয়ে হেলাফেলা।।

 

বিশ্বজয়ের গর্ব আমার জয় করেছে ঐ পরাজয়,

ছিন্ন-আশা নেতিয়ে পড়ে, ও মা এসে দাও বরাভয়!

চারদিকে মা প্রবঞ্চনা

ভালোবাসার গিল্টিসোনা,

আজ মণি কা’ল ধূলি-কণা,

জুয়ার হাট এই প্রেমের মেলা!

খুইয়েছি সব সাধের খেলায়, বুক ভেঙ্গেছে হেলার ঢেলা!

এখন তুমি নাও মা কোলে, নয় অকূলে ভাসাই ভেলা।।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x