একটি উন্মুক্ত পাঠাগার
ঈশ্বর
০৬-০৬-১৩৩৯
২য় অক্ষরে ‘সতীশচন্দ্র শীল’ অশ্বিনীকুমার শীলের পুত্র।
বাসনা পুরাও সদা বলি ‘হরি হরি’,
অতীব মধুর নাম লও প্রাণ ভরি।
আশ্চর্য মহিমা তার কে বুঝিতে পারে?
ইন্দ্ররাজা স্বর্গে থাকে, তবু পুজে তারে।
বশীভূত থাক সদা বিভুর চরণে।
বল কে সহায় তব জনমে-মরণে?