ঈর্ষা
২৮-০৪-১৩৪০
পরের ভালো দেখতে না’র, আপন ভালো চাও।
পরের যাহা সবই ভালো,
আপন কিনিষ দেখ কালো;
মন কিরে তোর চক্ষু গেলো।
(কেন) ভুল দেখিতে পাও?
পরের দেখ অধিক টাকা, পরের বেশি মাল।
পরকে দেখ শক্তিশালী,
কিসে আপন বল ফুরালি?
হয় কেন তোর চিত্ত কালি
(দেখে) পরের উঁচু চাল?
অভাব যত আপন ঘরে, পরের দেখ নাই।
পরকে দেখ অতীব সুখী,
পরকামিনী কনকমুখী;
পরের সুখে আপনি দুঃখী
সতত চিন্ত তাই।