একটি উন্মুক্ত পাঠাগার
আশার ছলনা
২৭-০৪-১৩৪০
আশার আবেগে মন আপনে আপনা
পেতেছ দারুণ দুঃখ, দেখিয়া দেখ না।
সাগরে সাঁতারো সদা, শুধু শ্রম সার,
মুকুতা মেলেনা মিছে কর হাহাকার।
আশার কুহকে তুমি ভালোমন্দ ভুলে
করিলে কতই কাজ কালি দিয়ে কুলে।
সরল সুখের সাধ সেবিতে সময়
হলো না, হবে না। হায়। ভাব মোহময়।