তালহা ইব্‌ন মুসাররফ হইতে ধারাবাহিকভাবে মালিক ইব্‌ন মিগওয়াল, মুহাম্মদ ইব্‌ন ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেনঃ তালহা বলেন- একদা আমি হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আবূ আওফা (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করিলাম- নবী করীম (সাঃ) কি কোন ওসিয়াত করিয়াছেন? তিনি বলিলেন- না। আমি বলিলাম- তবে ওসিয়াত করা মানুষের প্রতি ফরয হইল কিরূপে? ওসিয়াত করিতে মানুষকে আদেশ প্রদান করা হইয়াছে; অথচ নবী করীম (সাঃ) ওসিয়াত করিলেন না! তিনি বলিলেন— ‘নবী করীম (সাঃ) আল্লাহর কিতাবকে আঁকড়াইয়া ধরিয়া থাকিতে (মানুষকে) ওসিয়াত করিয়াছেন।’ ইমাম আবূ দাউদ ভিন্ন ইমাম বুখারী ও সিহাহ সিত্তার অন্যান্য সকল সংকলক উপরোক্ত হাদীস অন্যতম রাবী মালিক ইব্‌ন মিগওয়াল হইতে উপরোক্ত ঊর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীস ইতিপূর্বে হযরত ইব্‌ন আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত ‘দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই নবী করীম (সাঃ) রাখিয়া যান নাই’ এই হাদীসের তুল্যার্থক। উক্ত হাদীসে ‘অথচ ওসিয়াত করিতে মানুষকে আদেশ প্রদান করা হইয়াছে’ এই মর্মে রাবী তালহার যে উক্তি উদ্ধৃত হইয়াছে, উহা দ্বারা রাবী কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতের প্রতি ইঙ্গিত করিয়াছেনঃ

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِن تَرَكَ خَيْرَ نِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِوَالأَقْرَبِينَ 

(তোমাদের কেহ মৃত্যুকালে সম্পত্তির মালিক থাকিলে পিতা-মাতা এবং অন্যান্য নিকট আত্মীয়ের জন্যে ওসিয়াত করাকে তাহার প্রতি ফরয করা হইল।)

নবী করীম (সাঃ) যে পার্থিব সম্পত্তি রাখিয়া গিয়াছিলেন, উহা উত্তরাধিকারের নিয়মে বণ্টনীয় ছিল না । উহা ছিল সাদকায়ে জারিয়াহ বা বহমান দান। অতএব, তিনি স্বীয় পার্থিব সম্পত্তির ব্যাপারে কোন ওসিয়াত করিয়া যান নাই। তাঁহার ইন্তিকালের পর কে খলীফা হইবেন, তিনি সে বিষয়েও নামোল্লেখ করিয়া কোন ওসিয়াত করিয়া যান নাই । কারণ, বিষয়টি তাঁহার ইশারা ইঙ্গিতে ইতিপূর্বেই স্পষ্ট হইয়া গিয়াছিল । ইতিপূর্বে তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ)-এর বিষয়ে ইঙ্গিত প্রদান করিয়াছিলেন । একবার তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ)-এর নাম উল্লেখ করত ওসিয়াত করিতে মনস্থ করিয়া উহা ত্যাগ করেন। তিনি শুধু বলিয়াছিলেন- আল্লাহ্ তা’আলা এবং মু’মিনগণ আবূ বকর ভিন্ন অন্য কাহাকেও খলীফা হিসাবে দেখিতে নারায ও অনিচ্ছুক। ঘটনাও সেইরূপ ঘটিয়াছিল। মোটকথা, নবী করীম (সাঃ) শুধু আল্লাহর কিতাব অনুসরণ করিয়া চলিতে ওসিয়াত করিয়া গিয়াছেন ।

error: Content is protected !!