আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দুই বীর মুক্তিযোদ্ধা। বাঁ দিক থেকে আ'আমার ফাঁসি চাই' গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু এবং তাঁর সাথী মুক্তিযোদ্ধা আবুল হোসেন (বাবুল আজাদ) এই ছবিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তোলা। এই ছবিটি মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষিত আছে।
মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারী সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষণা

উৎসর্গ

দেশপ্রেম বিবর্জিত নেতা-নেতৃর খপ্পরে পড়ে যে

সমস্ত প্রতিভাবান তরুণ ছাত্র-যুবক তাঁদের

ভবিষ্যৎ এবং জীবন বিসর্জন দিয়েছে , ‘আমার

ফাঁসি চাই’ গ্রন্থটি তাঁদের জন্য –

 

প্রকাশকঃ

স্বর্ণ লতা ও বন লতা

প্রকাশকালঃ

স্বাধীনতা দিবস ১৯৯৯

ভারতীয় ভলিউম অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রতি স্বাক্ষর করে এই সনদটি 'আমার ফাঁসি চাই' গ্রন্থ লেখ মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টুর বরাবরে প্রদান করেন।
error: Content is protected !!