আদর্শ লেখা

০৬-০৬-১৩৩৯

দ্বিতীয় অক্ষরে ‘শ্রীমুকুন্দলাল’।

 

বিশ্রী লিখিবার দোষ সারাও সকলে,

নমুনা দেখিয়া লও আদর্শ নকলে।

খুকু সবে, বালকেরা লিখে ধীরে ধীরে,

মন্দ লিখা লিখে নাহি কাটে বারে বারে।

ফলা ও বানান হইতে করিয়া যতন,

ভালো লিখা লিখ যেন ছাপার মতন।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x