অসীম দান

১০-০২-১৩৪০

 

হে বিভো তব অপার দান

প্রকৃতিবক্ষে জীবের প্রাণ।

বরিষণ কবি করুণাসুধা

হরিছ জীবের তৃষা-ক্ষুধা।

সাগরে, নগরে, মরূদ্যানে,

শৈলশিখরে, বাগে-বাগানে,

যেখানে যেই করিছে খোঁজ,

সেখানে সি পাইছে ভোজ।

জগতে এরূপ নাহিক ঠাই,

যেখানে জীবের খাদ্য নাই।

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x