একটি উন্মুক্ত পাঠাগার
অশেষ আশা
২৬-০৪-১৩৪০
রবির অস্ত, নিশার শেষ,
কালো চুলের সাদা বেশ
জোয়ারে জলে ভাটার টান,
জানি বিধির এই বিধান
কিন্তু আশার নাহিক ইতি,
আশার ইহা উলটা রীতি
শশীর বৃদ্ধি-ক্ষয়,
ভবের ভাবে হয়।
জনম শেষে কাল –
আছয় কালাকাল।
হ’লনা ইতি মোর।
কেন হে বিধি তোর?