ড. ম আখতারুজ্জামান
ছিলেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিবর্তনবিদ্যা
নিয়ে অ্যাকাডেমিক গবেষণার অগ্রদূত;
যিনি আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন
বাংলাদেশে বিজ্ঞান ও বৈজ্ঞানিক শিক্ষার প্রসারে।
এবং
বন্যা আহমেদ
প্রয়াত ড. ম আখতারুজ্জামানের কাজের
সুযোগ্য উত্তরসূরী হিসেবে বিবর্তন বিজ্ঞানকে
জনপ্রিয় করেছেন তার বহুল আলোচিত
“বিবর্তনের পথ ধরে” বইয়ের মাধ্যমে।
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারীঃ ২০১১
দ্বিতীয় সংস্করণঃ অক্টোবরঃ ২০১১
চতুর্থ সংস্করণঃ ২০১৬
প্রকাশক
আহমেদুর রশীদ টুটুল
শুদ্ধস্বর
৯১ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা।
shuddhashar@hmail.com
www.shuddhashar.com
প্রচ্ছদঃ সামিয়া হোসেন
ISBN 987-984-8972-02-1
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে।