একটি উন্মুক্ত পাঠাগার
অনিত্য যৌবন
১১-০৬-১৩৩৯
৩য় অক্ষরে ‘নজরালি’ ছলেমদ্দির পুত্র।
যৌবন জোয়ারে-জল কলকল হাঁকে,
ফি-রোজ ফিরিতে কাল সমুদ্দুর ডাকে।
ইশারা বুঝিয়া লোক নাহি চলে কেহ,
এ কেলি রাখিয়া কালে ডুবিবে এ দেহ।