অতীত বয়স

২৫-০৪-১৩৪০

 

সুখের শৈশব!

এখন কৈ সব

            রতন সম যতন তোর?

সামান্য অভাবে

আদুরে স্বভাবে

            করেছ কত রোদন শোর,

জননী আসিয়া

বদন চুমিয়া

            করিত শান্ত তোমার মন;

সুখেতে, দুঃখেতে

লইয়া বুকেতে

            করিত মা কত আলিঙ্গন।

তব ছেলেবেলা

খেলিয়াছ খেলা

             ডাংগুলি, হাডুডু, লুকোচুরি;

তুচ্ছ করি পাঠে,

ঘুরি মাঠে মাঠে

             অনাহারীতে উড়ায়েছ ঘুড়ি।

প্রিয়জন সাথে

সামান্য কথাতে

              কতই করেছ বকাবকি,

মারামারি কত

করছ সতত

              জননী ডেকে বলেছে, ‘অ কি?’

ছেলেবেলা তুমি

খুড়ি বনভূমি

              গড়িয়াছিলে জলের কল,

আজ কথা তাই?

দেখিতে না পাই,

              কোথায় তব পুঁথির দল?

শখের লহরী

ব্যাসের বাঁশরী,

             সারঙ্গ, বেহালা কোথা আজ?

রজনী কি দিবা,

অনাহারী কিবা,

             সতত আছিলে ফুর্তিবাজ।

মাতার নিকট

মূর্তি বিকট

             ধরিতে অতীব ক্রোধভরে,

আজ কেন তাই

হইয়াছে ছাই?

            ঘৃণাটাও কি পুড়িয়া মরে?

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x