অক্ষম
৩০-০৪-১৩৪০
সিংহের কি বল,
হাতীই কেবল
জানে, তাই না জানে খেঁকি।
বলীর শরীরে
কত বল, বীরে
জানে, দুর্বলে জানে কি?
মধুর বসন্ত,
তার সুখ-অস্ত
পেয়ে হর্ষে কোকিল ডাকে,
কিবা সুখ তার,
জানিবে কি আর
বুলবুলি ও ফিঙ্গে-কাকে?
গুণীর কি গুণ,
বুঝিতে নিপুণ
সকলভাবে গুণবান,
নিরগুণ জন
পায়না ওজন,
মানী জানে মানীর মান।
কি অমৃত ফুলে,
জানে অলিকুলে,
বোলতা কি তার জানে খাদ?
রসিক বিহনে,
অরসিক জনে
নাহি জানে রসের স্বাদ।
কবির কল্পনা
করিতে ভাবনা –
ভাবুক বিনে শক্তি কার?
চির অন্ধ জনে
জানিবে কেমনে,
ফুলের গায়ে কি বাহার?