২৬. সূরাঃ আশ শো’আরা
আয়াত | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২২৭ রুকূঃ ১১ |
---|---|
২০১ | لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা পীড়াদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। |
২০২ | فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ফলে এটা তাদের নিকট এসে পড়বে আকস্মিকভাবে, তারা কিছুই বুঝতে পারবে না। |
২০৩ | فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ তখন তারা বলবেঃ আমাদেরকে কি অবকাশ দেয়া হবে? |
২০৪ | أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ তারা কি তবে আমার শাস্তির ব্যাপারে তাড়াহুড়ো করছে। |
২০৫ | أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ তুমি কিছু ভেবে দেখেছ? যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগবিলাস করতে দিই, |
২০৬ | ثُمَّ جَاءَهُم مَّا كَانُوا يُوعَدُونَ এবং পরে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকট এসে পড়ে, |
২০৭ | مَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ তখন তাদের ভোগ-বিলাসের উপকরণ তাদের কোন কাজে আসবে না? |
২০৮ | وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ আমি এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্যে সতর্ককারী ছিল না। |
২০৯ | ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ এটা উপদেশ স্বরূপ, আর আমি কখনো অত্যাচারী নই। |
২১০ | وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ শয়তানরা এ নিয়ে (কুরআনসহ) অবতীর্ণ হয়নি। |
২১১ | وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না। |
২১২ | إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ তাদেরকে তো শ্রবণের সুযোগ হতে দূরে রাখা হয়েছে। |
২১৩ | فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَـٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ অতএব তুমি অন্য কোন মা’বূদকে আল্লাহর সাথে ডেকো না, ডাকলে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। |
২১৪ | وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ তোমার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দাও। |
২১৫ | وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মু’মিনের প্রতি নম্র ব্যবহার কর। |
২১৬ | فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ তারা যদি তোমার অবাধ্যতা করে তবে তুমি বলঃ তোমরা যা কর তার জন্য আমি দায়ী নই। |
২১৭ | وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর। |
২১৮ | الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ যিনি তোমাকে দেখেন যখন তুমি দন্ডায়মান হও (নামাযের জন্য)। |
২১৯ | وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ এবং দেখেন সিজদাকারীদের সঙ্গে তোমার উঠা-বসা। |
২২০ | إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ তিনি তো স্রবশ্রোতা, সর্বজ্ঞ। |
২২১ | هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ তোমাদের কি জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয়? |
২২২ | تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যেবাদী ও পাপীর নিকট। |
২২৩ | يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। |
২২৪ | وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ এবং কবিদের অনুসরণ করে তারা যারা বিভ্রান্ত। |
২২৫ | أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে (কল্পনার জগতে) প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়? |
২২৬ | وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ এবং তারা বলে যা তারা করে না। |
২২৭ | إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে বারবার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারিরা শীঘ্রই জানবে তাদের গন্তব্যস্থল কোথায়! |