২৬. সূরাঃ আশ শো’আরা

আয়াত অবতীর্ণঃ মক্কা
আয়াত সংখ্যাঃ ২২৭
রুকূঃ ১১
১৫১ وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ
এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না।
১৫২ الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না।
১৫৩ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
তারা বললঃ তুমি যাদুগ্রস্থদের অন্যতম।
১৫৪ مَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।
১৫৫ قَالَ هَـٰذِهِ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
সালেহ (আঃ) বললেনঃ এই যে উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা, নির্ধারিত একদিনে।
১৫৬ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
এবং তোমরা ওর কোন অনিষ্ট সাধন করো না; করলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হবে।
১৫৭ فَعَقَرُوهَا فَأَصْبَحُوا نَادِمِينَ
কিন্তু তারা ওকে হত্যা করলো, পরিণামে তারা অনুতপ্ত হল।
১৫৮ فَأَخَذَهُمُ الْعَذَابُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
অতঃপর শাস্তি তাদেরকে গ্রাস করলো, এতে অবশ্যই নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন ছিল না।
১৫৯ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
১৬০ كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ
লূত (আঃ) –এর কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল।
১৬১ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
যখন তাদের ভ্রাতা লূত তাদেরকে বললেনঃ তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
১৬২ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল।
১৬৩ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
১৬৪ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
আমি এর জন্যে তোমাদের নিকট কোন প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই রয়েছে।
১৬৫ أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
(জৈবিক চাহিদার জন্য) তোমরা কি দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও,
১৬৬ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করছ? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
১৬৭ قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
তার বললঃ হে লুত (আঃ)! তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে।
১৬৮ قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ الْقَالِينَ
লূত (আঃ) বললেনঃ আমি তোমাদের এ কর্মকে ঘৃণা করি।
১৬৯ رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
হে আমার প্রতিপালক! আমাকে ও আমার পরিবারবর্গকে, তারা যা করে তা হতে রক্ষা কর।
১৭০ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
অতঃপর আমি তাকে এবং তার পরিবার-পরিজন সবাইকে রক্ষা করলাম।
১৭১ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
১৭২ ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
অতঃপর অপর সবাইকে ধ্বংস করলাম।
১৭৩ وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ
এবং তাদের উপর (শাস্তি মূলক) বৃষ্টি বর্ষণ করেছিলাম, তাদের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট! যাদেরকে ভীতিপ্রদর্শন করা হয়েছিল।
১৭৪ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
এতে অবশ্যই নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়।
১৭৫ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।
১৭৬ كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ
আয়কাবাসীরা (মাদইয়ানের অধিবাসী) রাসূলকে অস্বীকার করেছিল।
১৭৭ إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
যখন শু’আইব (আঃ) তাদেরকে বলেছিলেনঃ তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?
১৭৮ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
আমি তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল।
১৭৯ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর।
১৮০ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
আমি তোমাদের নিকট এর জন্যে কোন প্রতিদান চাই না; আমার পুরস্কার জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
১৮১ أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ
তোমরা মাপে পূর্ণ মাত্রায় দেবে; যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
১৮২ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ
এবং তোমরা ওজন করবে সঠিক দাঁড়ি-পাল্লায়।
১৮৩ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
লোকদেরকে তাদের প্রাপ্ত বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না।
১৮৪ وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ
এবং তোমরা বয় কর তাঁকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।
১৮৫ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
তারা বললঃ তুমি তো যাদুগ্রস্থদের অন্তর্ভুক্ত।
১৮৬ وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
তুমি আমাদেরই মত একজন মানুষ, আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
১৮৭ فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاءِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের একখণ্ড আমাদের উপর ফেলে দাও।
১৮৮ قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
তিনি বললেনঃ আমার প্রতিপালক ভাল জানেন যা তোমরা কর।
১৮৯ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করলো, পরে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করলো; এটা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি!
১৯০ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
এতে অবশ্যই রয়েছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়।
১৯১ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
এবং নিঃসন্দেহে তোমার প্রতিপালক, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।
১৯২ وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ
নিশ্চয়ই ওটা (আল-কুরআন) জগতসমূহের প্রতিপালক হতে অবতারিত।
১৯৩ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ
জিবরাঈল (আঃ) এটা নিয়ে অবতরণ করেছেন।
১৯৪ عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ
তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পার।
১৯৫ بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ
অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবী ভাষায়।
১৯৬ وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ
পরবর্তীদের কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।
১৯৭ أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ
বানী ইসরাঈলের পণ্ডিতরা এটা অবগত আছে – এটা কি তাদের জন্যে নিদর্শন নয়?
১৯৮ وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ
আমি যদি এটা কোন অনারবের প্রতি অবতীর্ণ করতাম,
১৯৯ فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا بِهِ مُؤْمِنِينَ
এবং ওটা সে তাদের নিকট পাঠ করতো, তবে তারা তাতে ঈমান আনতো না।
২০০ كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
এভাবে আমি অপরাধীদের অন্তরে তা (অবিশ্বাস) সঞ্চার করেছি।
error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x