সদালাপ

০৬-০৬-১৩৩৯

চতুর্থ অক্ষরে ‘শ্রী আবদুল রশীদ’ আ. হা. মোল্লার পুত্র।

 

চিনি, মিশ্রী, মধু মিষ্ট আর মিষ্ট গুড়,

সবের আসল মিষ্ট বাক্য সুমধুর।

লোক সব খায় যবে মধু-মিশ্রী আনি,

সুস্বাদ দূরেতে যায়, যদি খায় পানি।

বচনলহরী-মধু যদি কেহ পিয়ে,

স্বাদ তার নাহি যায় ধু’লে জল দিয়ে।

লোক বশীভুত হয় কথামৃত পানে।

কি সম্পদ তার, যেই মিষ্ট কথা জানে?

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x