মাতৃহারা
১৬-০৮-১৩২২
শৈশব সুখের হয় মাতার যতনে।
মাতৃহীনা কিবা সুখ আছে এ ভূবনে?
যদিও যতন করে অপর রমণী,
যদিও প্রমাণ করে দগ্ধ-ক্ষীর-ননী,
যদিও কোমল শয্যা করিয়ে রচনা
করায় শয়ন, কভু না দেয় বেদনা,
যদিও মধুর স্বরে করে সম্ভাষণ,
হয় কি মধুর কভু মায়ের মতন?
মায়ের কর্কশবাক্য, শাক-ডাল-ভাত,
মায়ের কঠিন দন্ড, মায়ের আঘাত
সমুদয়ে মধু মাখা, মধুময় পাই।
জগত অসার যার মা-রতন নাই।