বিধির বিধান

২৭-১২-১৩৪০

 

(কাহাকেও) বিধাতা করিল দীন,

অনশনে যায় দিন,

চিন্তার অনলে চিত্ত জ্বলে।

কেহ কড়ি দিয়া, করী

আনিয়া খরিদ করি,

তাহে আরোহণ করি চলে।

কেহ আরোহিয়া হয়,

অতীব কাতর হয়,

পালঙ্কে শুইয়া চাহে পাখা।

কেহবা শিবিকা বহে –

শতধারে ঘাম বহে,

আপাদমস্তক ঘামে মাখা।

কেহ করে সৌধে বাস,

কা’রো অঙ্গে ছিন্ন বাস –

পুরান কুটিরে নাহি চাল।

(সে) ভাসে দুঃখসিন্ধুনীরে,

যথা পাখি বসি নীড়ে

বানের সময়ে যাপে কাল।

হে বিভো! তুমিই দেহ

কা’রো বা সুন্দর দেহ,

কা’রো বা করহ বিকলাঙ্গ।

কাহারো পুরাও আশা,

কা’রো শুধু ভবে আসা,

নিমেষে কাহারো সুখ সাঙ্গ।

দেখি এই চরাচরে

যেই জন পাপাচারে,

ভবসুখ তাঁরই ভাগ্যে রয়।

যে করে ধর্মের সেবা,

যে তাহারি ভক্ত সে বা

কি কারণ চিরদুঃখী হয়?

error: Content is protected !!
0
Would love your thoughts, please comment.x
()
x