একটি উন্মুক্ত পাঠাগার
চরিত্র
১১-০৬-১৩৩৯
১ম অক্ষরে ‘সাহাদত আলি’ মেলন খাঁয়ের পুত্র।
সাহিত্য, গণিত কিংবা অন্য পাঠ পড়,
হাদিস, তফসির প’ড়ে নসিহত কর।
দরিদ্র যদিও হও, কিংবা ধনবান,
তথাপি জানিও তব অভাব প্রধান –
আপন চরিত্র যদি সৎ নাহি হবে,
লিখিয়া পড়িয়া মান বাড়াইবে কবে?