শিক্ষাগুরু শ্রীশুভেন্দুকুমার রায়

শ্রদ্ধাভাজনেষু

যুক্তিবাদী কাজকর্মের সঙ্গী পিনাকী ঘোষ

প্রিয়বরেষু

 

নং- ২৭২৮ ডি.ও.সি.এম

১৬/৩/৯০

মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ

সভ্যতার অগ্রগতির সঙ্গে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে সংস্কার মুক্তি ও বিজ্ঞান-মনস্কতার প্রসার ঘটবে, এটা স্বাভাবিক। অন্ধবিশ্বাস, কুসংস্কার ও চিরাচরিত প্রথার প্রতি প্রশ্নহীন আনুগত্য মানুষের এগিয়ে যাওয়ার পথে সর্বদাই অন্তরায় সৃষ্টি করে থাকে। আজ সময় এসেছে যখন শোষিত ও বঞ্চিত মানুষ এসবের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হবেন এবং যুক্তি ও বিচারবুদ্ধির যথোচিত প্রয়োগের মাধ্যমে নিজেদের জীবনযাত্রা নিয়ন্ত্রিত করবেন।

আলৌকিক শক্তিতে বিশ্বাস মানুষকে ঘুম পাড়িয়ে রাখে এবং নিজস্ব সচেতনতার বিকাশে বাধার সৃষ্টি করে। এ বোধ যত বেশি সমাজের সকল অংশের মধ্যে সঞ্চারিত হবে ততই মঙ্গল। শ্রী প্রবীর ঘোষের লেখা “অলৌকিক নয়, লৌকিক” বইটি সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে। আলৌকিক তত্ত্বের অন্তঃসারশূন্যতাকে প্রতিভাত করাই এই বইটির উদ্দেশ্য। পৃথিবীতে প্রচলিত নানান তথাকথিত অলৌকিক ঘটনাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে শ্রী ঘোষ বিশ্লেষণ করেছেন এবং প্রমান করতে চেয়েছেন যে এইসব অলৌকিক ঘটনা মূলতঃ লৌকিক। শ্রী ঘোষের বিচার বিশ্লেষণ আমাদের মনোযোগের দাবী রাখে। এধরনের কাজ নির্ভীক ও বিজ্ঞানসম্মত মনোভঙ্গী-গঠনে সাহায্য করে থাকে। বইটি পাঠক সমাজে উপযুক্ত সমাদর পাবে বলে আমি মনে করি।

(জ্যোতি বসু)

error: Content is protected !!