২৬. সূরাঃ আশ শো’আরা
আয়াত | অবতীর্ণঃ মক্কা আয়াত সংখ্যাঃ ২২৭ রুকূঃ ১১ |
---|---|
১০১ | وَلَا صَدِيقٍ حَمِيمٍ কোন সহৃদয় বন্ধু ও নেই। |
১০২ | فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তিত সুযোগ ঘটতো তাহলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হতাম। |
১০৩ | إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ এতে অবশ্যই নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ মু’মিন নয়। |
১০৪ | وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। |
১০৫ | كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ নূহ (আঃ) –এর সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল। |
১০৬ | إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ যখন তাদের ভ্রাতা নূহ (আঃ) তাদেরকে বললেনঃ তোমরা কি সাবধান হবে না? |
১০৭ | إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ আমি নিশ্চয়ই তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল। |
১০৮ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ অতএব আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর। |
১০৯ | وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ আমি তোমাদের নিকট এর জন্যে কোন প্রতিদান চাই না; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে। |
১১০ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। |
১১১ | قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ তারা বললঃ আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো অথচ নিচু শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করেছে? |
১১২ | قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ (নূহ আঃ) বললেনঃ তারা কি করতো তা আমার জানা নেই। |
১১৩ | إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي ۖ لَوْ تَشْعُرُونَ তাদের হিসাব গ্রহণ আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝতে। |
১১৪ | وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। |
১১৫ | إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী। |
১১৬ | قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ তারা বললঃ হে নূহ (আঃ)! তুমি যদি বিরত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। |
১১৭ | قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ (নূহ আঃ) বললেনঃ হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে। |
১১৮ | فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ সুতরাং আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে ও আমার সাথে যেসব মু’মিন আছে তাদেরকে রক্ষা করুন! |
১১৯ | فَأَنجَيْنَاهُ وَمَن مَّعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ অতঃপর আমি তাকে ও তার সঙ্গে যারা বোঝাই নৌ-যানে ছিল তাদেরকে রক্ষা করলাম। |
১২০ | ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ الْبَاقِينَ তৎপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। |
১২১ | إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ এতে অবশ্যই রয়েছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। |
১২২ | وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ এবং তোমার প্রতিপালক, তিনিই যিনি পরাক্রমশালী, পরম দয়ালু। |
১২৩ | كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ আ’দ সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। |
১২৪ | إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ যখন তাদের ভ্রাতা হূদ (আঃ) তাদেরকে বললেনঃ তোমরা কি সাবধান হবে না? |
১২৫ | إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ আমি তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল। |
১২৬ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। |
১২৭ | وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ আমি তোমাদের নিকট এর জন্যে কোন প্রতিদান চাই না, আমার পুরস্কার জগতসমূহের প্রতিপালকের নিকট রয়েছে। |
১২৮ | أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণ করছো নিরর্থক? |
১২৯ | وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ আর তোমরা প্রাসাদ নির্মাণ করছো এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে। |
১৩০ | وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ এবং যখন তোমরা (অন্য কারও উপর) আঘাত হান তখন আঘাত হেনে থাকা কঠোরভাবে। |
১৩১ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ তোমরা আল্লাহকে ভয় কর, আমার আনুগত্য কর। |
১৩২ | وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে দিয়েছেন সেই সমুদয় বস্তুসমূহ যা তোমরা জান। |
১৩৩ | أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি। |
১৩৪ | وَجَنَّاتٍ وَعُيُونٍ এবং উদ্যান ও ঝর্ণাধারা। |
১৩৫ | إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ আমি তোমাদের জন্যে আশঙ্কা করি মহা দিবসের শাস্তির। |
১৩৬ | قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ الْوَاعِظِينَ তারা বললঃ তুমি উপদেশ দাও অথবা না-ই দাও, উভয়ই আমাদের জন্যে সমান। |
১৩৭ | إِنْ هَـٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ এটাতো পূর্ববর্তীদেরই স্বভাব। |
১৩৮ | وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত নই। |
১৩৯ | فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ অতঃপর তারা তাঁকে প্রত্যাখ্যান করলো এবং আমি তাদেরকে ধ্বংস করলাম, এতে অবশ্যই আছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়। |
১৪০ | وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ এবং তোমার প্রতিপালক, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। |
১৪১ | كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ সামূদ সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। |
১৪২ | إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ যখন তাদের ভ্রাতা সালেহ (আঃ) তাদেরকে বললেনঃ তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? |
১৪৩ | إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল। |
১৪৪ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। |
১৪৫ | وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ আমি তোমাদের নিকট এজন্য কোন প্রতিদান চাই না, আমার পুরস্কার জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে। |
১৪৬ | أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ তোমাদেরকে কি নিরাপদে ছেড়ে দেয়া হবে, যা এখানে (দুনিয়ায়) আছে তাতে- |
১৪৭ | فِي جَنَّاتٍ وَعُيُونٍ উদ্যান, ঝর্ণাধারায় সমূহে |
১৪৮ | وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ ও শষ্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানসমূহে? |
১৪৯ | وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। |
১৫০ | فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর। |