শূন্য নদীর কূলে,
আমার বেদনা দুটি তট বেড়ি কাঁদিতেছে ফুলে ফুলে।
উতল বাতাস পাখা নাড়িতেছে ব্যাকুল বেণুর শাখে,
কাশবন আজি গড়াগড়ি যায় সারা গায়ে ধূলি মাখে।
গগন-রেখার চক্র ধরিয়া বৃথা কাঁদে দূর বন,
সেই নির্মম কভু পারিল না সবুজের বন্ধন।
মিছে ঘুরে মরে চরের বিহগ শূন্যে বাঁধিয়া ডানা,
সে দূর আজিও পাখার বাসরে আনেনি আকাশখানা।
বৃথা কেঁদে মরে মাটির ধরায় সবুজের আল্পনা,
কোমল বাহুর বাঁধন তাহার আজো কেউ পরিল না।